ফুটেছে ফুল জারজ
ধরো নির্বাচনের পাতা
ধরো উড়ছে ভাষার বিষ
ধরো কুকুর পোষার সাধে
ধরো নিলাম হল পুলিশ
ছাই ঘর পোড়া অঙ্গারে
ওড়ে ওভারব্রিজের ডানা
পশু জবাই দেয়ার দিনে
দেখো মানুষ হচ্ছে ফানা
কবিতা হল সহজাতের প্রাণ!
ধরো নির্বাচনের পাতা
ধরো উড়ছে ভাষার বিষ
ধরো কুকুর পোষার সাধে
ধরো নিলাম হল পুলিশ
ছাই ঘর পোড়া অঙ্গারে
ওড়ে ওভারব্রিজের ডানা
পশু জবাই দেয়ার দিনে
দেখো মানুষ হচ্ছে ফানা
তর্ক করতে পারে অনেকে, কিন্তু ভাব বিনিময়
করতে পারে কম লোক,
অহংকারীরা কেবল নিজের সাথে কথা বলে
ভাব বিনিময় যেন কল্পলোক।
চোখের ভুলে
লুকিয়ে রেখে ক্ষত
গুনছি খালি
আড়াল করার দিন
ক্ষুধা এক সর্বগ্রাসী হা-মুখো ক্ষুধার্ত হা ঙ র
ক্ষুধা অনিবার;
যুক্তি তর্কের ধারেনা সে ধার !
মেঘ ডাকছে। ঢল নামলেই বৃষ্টিস্নান। সেহরীর উল্লাস। ভুরি ভোজ। আর রোজা, সে একান্তই তোমার! ইফতারে জানো জানি, আর্জি আছেই আমার! ঠোঁটে ঠোঁটে রেখে ঠোঁট, রোজা টুটবার।
চুপ থেকো না আরাধ্যা আশিক, বৃষ্টি জলে ধুয়ে বানাও না প্রেমিক!
ফুল দেখলেই মন বলে বাগানে যাই
ফুল দেখলেই তোমার চোখের দ্যুতি
আমাকে ভাসায় বাসন্তি রঙ হাওয়ায়।
চাঁদের জমিনে কর্ষণের লোভ… চিরায়ত মানুষের ঘুমের শিয়রে একটি লাল লজ্জাবতী যাবো বহুদূর… শাবলের আঘাতে মাটির গভীরতা স্পর্শ করে আদিম
Read moreগণিতশাস্ত্রেও চাষাবাদ চলে
কিশোরীর মতো রাশি-রাশি কবিতা
ক্লাসরুমের আড়াল থেকে উঁকি মারে
যেন দীর্ঘদেহি কেউ একজন
চক, ডাস্টার আর ব্ল্যাকবোর্ডে এঁকে চলেছে
স্বপ্নের চেয়েও অধিক ব্ল্যাকহোল-মহাকাশ।
একটি রেখা হেঁটে যাচ্ছে তারপর নদী তারপর নারী
শিল্প একটি বিমূর্ত বিষয়—
কখনো রেখাকে নারী আর নারীকে নদীতে এঁকে দেয়।
আমি একটা রেখা আঁকতে চাই… ছুঁতে চাই নোয়ানো নদীর স্রোত ।
Read moreকোথায় ছিলো এ মিহিন গান এতো এতোদিন ধরে বরফে লুকানো
ভালোবাসি ভালোবাসি বলে বলে পাহাড়ি নদীর মতো
পাশাপাশি ধেয়ে চলা আশ্চর্য সঙ্গীত
ভূ-স্বর্গ রচনা করা মন-প্রাণ শীতল করা সামান্য ক্ষণের এ অসীম সুন্দর
আহা এ তো সয় না এ কপালে আমার
এ তো
নজর দিলেই তুমি মুহূর্তে সোনমার্গ