নারীর হাত যতোবার বাঁধবে খোঁপা
আমার দু চোখ পৃথিবীর শ্রেষ্ঠ দুজন চিত্রশিল্পী।
তোমার কথা মনে পড়লে আমার নরম গালে
অশ্রু দিয়ে তারা অঙ্কন করে নারীর নিষ্পাপ মুখ।
আমার দু চোখ পৃথিবীর শ্রেষ্ঠ দুজন চিত্রশিল্পী।
তোমার কথা মনে পড়লে আমার নরম গালে
অশ্রু দিয়ে তারা অঙ্কন করে নারীর নিষ্পাপ মুখ।