পঞ্চস্বর ৫
আর বাতি নিভে গেলে মানুষের মুখ যেমন অচেনা হয়
একদিকে গ্রহণ লাগা দিন তো অন্যদিকে
পুড়তে পুড়তে ছাই হয়ে যাওয়া নিশিন্দার বন
আর বাতি নিভে গেলে মানুষের মুখ যেমন অচেনা হয়
একদিকে গ্রহণ লাগা দিন তো অন্যদিকে
পুড়তে পুড়তে ছাই হয়ে যাওয়া নিশিন্দার বন
অভিধানের ভারাক্রান্ত শব্দের বোঝা বইতে বইতে ইতো:মধ্যে গতকাল পর্যন্ত পৌঁছেছি।তাকিয়ে আছি তার আগের দিনের সকালে, যে সকাল শুরু হয়েছিল তারও আগেরদিন, যেখান থেকে তাকালে আমার জন্মদিনের শুক্কুরবার দেখা যায়।
Read moreভ্যালেন্টিনা, নায়াগ্রার দেশের মানুষ
চলো গান গাইতে গাইতে মাড়াইয়ের দিনে
আমরাও সাজাই সংসার, উৎপাদনমুখী।
দিনগুলো পিঁপড়ের মতো হাঁটে…
একটা ঘোড়া মাঝখানে বসে ভাবে সেসব কথা।
ভুলো মিয়া ভুলো
নেই চাল-চুলো,
ক্ষুধা পেলে চুষে খায়
চকলেট পুলো।