শরীর থেকে ঝরছে আদরের অজুহাত
ফিরেছে শূয়র শাদাফুল ফুটে আছে শিয়রে তাহার
হাতের রেখায় কুচকুম্ভ ছায়া ফেলে গিলছে আহার
মানুষ মরছে, অভিনয় তবু দেখো কমেছে রাজার?
মাথার উপরে বাজপাখি, জিব ছিঁড়ে খেয়েছে আমার।
ফিরেছে শূয়র শাদাফুল ফুটে আছে শিয়রে তাহার
হাতের রেখায় কুচকুম্ভ ছায়া ফেলে গিলছে আহার
মানুষ মরছে, অভিনয় তবু দেখো কমেছে রাজার?
মাথার উপরে বাজপাখি, জিব ছিঁড়ে খেয়েছে আমার।