আশরাফ মীরের কবিতাঃ বিশুদ্ধ জীবনের মায়াবী বয়ন
স্নেহ এসে ডাকে মসৃণ বিকেলে
তোমার চোখের মতো, সভ্যতা সাহসী গান হয়ে উঠে।
(ভোরের কুশলঃ যে দৃশ্য মনে আসে)
স্নেহ এসে ডাকে মসৃণ বিকেলে
তোমার চোখের মতো, সভ্যতা সাহসী গান হয়ে উঠে।
(ভোরের কুশলঃ যে দৃশ্য মনে আসে)
দেশে দেশে এতো গান-কবিতা
ভাষণ বক্তৃতা-
জাতিসংঘে এতো মৌমাছির উড়াউড়ি
তবু রাখাইনে নাফের জলে হলুদ হাসে না!